কমলগঞ্জ প্রতিনিধি : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবছর পূর্তি উপলক্ষে মৌলভীবারের কমলগঞ্জে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল এর বর্ণাঢ্য আয়োজনে শনিবার(১৬নভেম্বর) আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় ।
সকাল সাড়ে এগারোটায় আম্বিয়া কিন্ডার গার্ডেন স্কুল মাঠে প্রতিষ্টানটির প্রতিষ্টাতা মো. সালাউদ্দিন এর সভাপতিতে সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানী ড. সেলু বাছিত।মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, কুলাউড়া ডিগ্রী কলেজ এর উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, তাজপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রনজিত সিংহ, কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, লেখক ও গবেষক আহমদ সিরাজ র্দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু প্রমূথ ।
স্বাগত বক্তব্য দেন এডভোকেট সানোয়ার হোসেন ও আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মমতা রাণী সিনহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মুজিবুর রহমান রনজু, পিন্টু দেবনাথ,সুশিল সিংহ ও আদিবাসী নেতা সমরজিত সিংহ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশনের মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয়।
Posted ৫:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad