শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল চুরির হিড়িক বেড়েছে। গত শুক্রবার (২অক্টোবর ) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার আদমপুর বাজার উত্তর ঢৌমুহনা গাইনার পুলের পাশে তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের বাসার সামনে মোটরসাইকেল রেখে কেনাকাটা করতে গিয়েছিলেন ব্যবসায়ী আব্দুল খালিক সালেহ । কিছুক্ষণ পরে এসে দেখেেন তার মোটরসাইকেলটি নেই।
হিরো হোন্ডা প্যাশন প্রো 100 CC মোটরসাইকেল (মৌলভীবাজার হ ১১৯৫২৩) চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কেউ মোটর সাইকেলটির সন্ধান দিলে তাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন আব্দুল খালেক সালেহ। তার মোবাইল নাম্বার ০১৭১২-৮৩৬১২৮