শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি:
বৃহষ্পতিবার (১৯ ডিসেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জে মাদার্স ফাস্ট এইড ইনস্টিটিউড মেডিক্যাল সার্ভিসেস লি:-এর উদ্যোগে ডা. মো. কামরুজ্জামান (শিমু) ও ডেন্টিস ডা. মিজানুর রহমানের তত্ত্বাবধানে বিনা মূল্যে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত শমসেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় ডা. কামরুজ্জামানের সভাপতিত্বে ও মোজাম্মিল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার্স ফাস্ট এইড ইনস্টিটিউড মেডিক্যাল সার্ভিসেস লি: এর চেয়ারম্যান ডা. মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কেজি স্কুলের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক ডা. আহমদ আলী, ডা. তোফায়েল আহমদ চৌধুরী, ডা. চম্পা লাল প্রমুখ।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন পুরষ্কৃত করা হয়। আর ১৮ জনকে শান্তনা পুরষ্কার প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন বছরে একটি রুটিন করে ২ থেকে ৪বার এভাবে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প করলে দরিদ্র দুঃস্থ রোগীরা উপকৃত হবে।
Posted ১০:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad