শাব্বির এলাহী, কমলগঞ্জ : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে সামাজিক, ত্রীড়া, সাংস্কৃতিক ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার পরও শুক্রবার (২০মার্চ)মৌলভীবাজারের কমলগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আশেকুল হক বিয়ের আয়োজন পন্ড করে কমিউনিটি সেন্টার সিলগালা করে সেন্টারের মালিককে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন।
শুক্রবার (২০ মার্চ) বেলা ১টায় রহিমপুর ইউনিয়নের জিসা কমিউনিটি সেন্টারে এ অভিযান চলে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আশেকুল হক বিয়ের অনুষ্ঠান বাতিল করে দিয়ে কমিউনিটি সেন্টারের ৫ হাজার টাকা জরিমানা ও সেন্টার সিলগালা করার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধজ্ঞা অমান্য করায় এই জরিমানা করা হয়েছে।
Posted ১২:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ২১ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad