শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি : শনিবার (১৮ জানুয়ারী) মৌলভীবাজারের কমলগঞ্জে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার জন্যই ‘হিম হিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠা পুলির সুবাস’ শ্লোগান নিয়ে সকাল ১১টায় কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে “কমলগঞ্জ পিঠা উৎসব ২০২০” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
৪৫টি স্টলের অংশগ্রহণে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন .মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম,এ,আহাদ প্রমুখ।
সহস্রাধিক দর্শনার্থীর ভিড়ে মেলায় বাঙালির চিরাচরিত বিভিন্ন ধরনের শতাধিক পিঠা স্থান পায় বিভিন্ন স্টলে। সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতার উপস্থিতিতে পিঠা বিক্রি চলবে। সন্ধ্যার পর থেকে উৎসবস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
Posted ৫:২৪ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad