শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি : বুধবার (১৮ মার্চ) মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন মূল্যমাণের জাল স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের সিল ও ব্যবহৃত ১৯টি ডেবিট কার্ডসহ কামাল আহমেদ(৩৫) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আড়াইটায় শমশেরনগর রহিম ম্যানশনের সামন থেকে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, এ এস আই শওকত মাহফুজ ও এ এস আই হাকিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল কামাল আহমেদকে আটক করে।
আটকের পর তার ব্যবহৃত ব্যাগ থেকে ১০ টাকা ও ১০০ টাকা মূল্যমানের জাল বেশ কিছু রাজস্ব স্ট্যাম্প, ৫০ টাকা মূল্যমানের ৩০টি স্ট্যাম্প ও ১০০ টাকা মূল্যমানের ১০৮টি জাল স্ট্যাম্প, ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের ১৯টি ডেবিট কার্ড, ব্যাংক চালান, বিভিন্ন ব্যাংক শাখার নামীয় ৬০ টি রাবার স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের ৪টি চেক বই ও ১০টি কার্টিজ পেপার উদ্ধার করা হয়।
সব মিলিয়ে ৩ লাখ টাকা মূল্যমাণের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।খবর পেয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান শমশেরনগর পুলিশ ফাঁড়িতে এসে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। আটক কামাল আহমেদ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের চিন্তাপুর গ্রামের আলী আহমদের ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি জাল রাজস্ব স্ট্যাম্প ও জাল স্ট্যাম্প ব্যবসার সাথে জড়িত। সম্ভবত সে কম দামে এসব স্ট্যাম্প ক্রেতাদের কাছে বিক্রি করে থাকে।
Posted ৮:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad