মৌলভীবাজারের কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার(০২আগস্ট)দুপুর ১২টায় উপজেলার মাধবপুর বাজার এলাকায় র্যাব -৯ ফোর্সের সহযোগিতায় এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদ উত্তির্ণ পণ্য বিক্রি, ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা না রাখায় মাধবপুর বাজরের মেসার্স আশরাফুল ট্রেডার্সকে ৩হাজার টাকা, শরিফ ভেরাইটিজ স্টোরকে ১হাজার টাকা , মুসলিম ভেরাইটিজ স্টোরকে ৫শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়া ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে মাধবপুর লেকে অবস্থিত প্রতিষ্ঠান স্বপ্নলোককে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আইসক্রীম বিক্রির সত্যতা পাওয়ায় ৪হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বলেন, জরিমানার পঁচিশ ভাগ টাকা অভিযোগকারী পাবেন এবং আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ৭:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২
Sylheter Janapad | Sylheter Janapad