শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে কবুতর দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ থেকে প্রায় ৫৫ কিলোমিটার দুরবর্তী বড়লেখা উপজেলা থেকে বাক্সবন্দী করে আনা বিভিন্ন গ্রামের সৌখিন কবুতর খামারীর ২২৫টি হোমার রেসার প্রজাতির কবুতর ছেড়ে দেওয়া হয় মুক্ত আকাশে। কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকাল ১০টায় ছাড়া হলে ৩০ মিনিটের মধ্যে আকাশ পথে ৫৫ কিঃমিঃ পথ পাড়ি দিয়ে কবুতরগুলো বড়লেখায় তাদের নিজ নিজ ঘরে পৌছাতে সক্ষম হয়।
ব্যতিক্রমী এ প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উপদেষ্টা বদরুল ইসলাম, সভাপতি কামরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, বাংলাদেশ জনপ্রত্যাশার সম্পাদক ও দেশদিগন্তের বার্তা সম্পাদক সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, সাংবাদিক সালাউদ্দিন শুভ, সাংবাদিক রুহুল ইসলাম হৃদয়, বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের সদস্য কামরুল ইসলাম, মোনায়েম খান মুন্না, আক্তার হোসেন, আব্দুস ছালাম, ইউনুছ কাওছার, বদরুল ইমরান প্রমুখ।
গত ১০ ডিসেম্বর এই কবুতর দৌড় প্রতিযোগিতা শুরু হয় প্রথমে ১৫ কিঃমিঃ জুড়ী, ১৪ ডিসেম্বর ২৫ কিঃমিঃ কুলাউড়া, ১৮ ডিসেম্বর ৪০ কিঃমি কটারকোনা, এবং ২২ ডিসেম্বর ৫৫ কিঃমি কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।আগামী ২৬ ডিসেম্বর শ্রীমঙ্গল সখিনা সিএনজি ষ্টেশনের সম্মুখে ৮০ কিঃ মিটারের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
Posted ১০:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad