শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগান এলাকায় রাস্তায় সাইড দেওয়া নিয়ে সৃষ্ট বিরোধে এক সিএনজি অটোরিক্সা চালকের সাথে ট্রাক্টর চালকের হাতাহাতি হয়। এ ঘটনা শুনে ঘটনাস্থলে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ট্রাক্টর চালকের বড় ভাই নুরুল ইসলাম (৫৫)।
২৬ নভেম্বর মঙ্গলবার রাত ৮ টায় মাধবপুর চা বাগান মসজিদ লাইনে এ ঘটনাটি ঘটে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, রাস্তায় পাস দেওয়া নিয়ে সিএনজি অটো চালক মিঠুন নুনিয়ার (২৮) সাথে ট্রাক্টর চালক এর বাকবিতন্ডার এক পর্যায়ে মিঠুন নুনিয়ার লাটির আঘাতে নুরুল ইসলাম গুরুতরভাবে আহত হলে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাতে মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের সাথে কথা বলে জানা যায়, বৃদ্ধ নুরুল ইসলাম মারা গেছেন তবে কারো লাঠির আঘাতে নয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ ব্যপারে নিহতের ছেলে জাবেদ মিয়া ও ভাই আব্দুল খালিক মুঠোফোনে বলেন, কারো লাঠির আঘাতে নয় সিএনজি অটোরিক্সা চালকের সাথে হাতাহাতির ঘটনা শুনেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
এ ঘটনার খবর পেয়ে রাতেই কমলগঞ্জ-শ্রীমঙ্গলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান সরেজমিন তদন্ত করে নিহতের পরিবার সদস্যদের সাথে কথা বলেন।
Posted ৯:৫২ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad