শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি : শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জে “আলোকিত আদমপুর ” ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আদমপুর এম এ ওহাব উচ্চ বিদ্যালয় মাঠে নইনারপার খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা এম এ আহাদ ।
আলোকিত আদমপুর এর সভাপতি সাংবাদিক শাব্বির এলাহীর সভাপতিত্বে ও নইনার পার খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর কাউন্সিলর জামাল হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাকির হোসেন পান্না, আদমপু কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজীব। প্রমুখ ।
ফাইনাল খেলায় আদমপুর খেলোয়াড় কল্যাণ সমিতি কমলগঞ্জ পৌরসভাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
Posted ১০:২৬ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad