শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০১৯ এ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস খান। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচন করা হয়।
২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের উপস্থিতিতে তাঁর কার্যালয়ে ৮টি বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। কমলগঞ্জ উপজেলায় অন্যান্য বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয় কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০১৯ এর কমলগঞ্জ উপজেলা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০১৯ সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
Posted ৯:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad