শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের ১২০ টি অসহায় মণিপুরি পরিবারের মাঝে মৌলভীবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এই খাদ্য সামগ্রী গ্রহন করে দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে জি কে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আদমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন ও হকতিয়ার খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুল হক উপস্থিত ছিলেন।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad