কমলগঞ্জ প্রতিনিধি :
সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাাখায় কবি আবদুল হাই ইদ্রিছীকে সম্মাননা প্রদান করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ।
সোমবার (৩০ ডিসেম্বর) ৩ ঘটিকায় হীড বাংলাদেশের রেস্ট হাউজে কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। কবি আব্দুল হাই ইদ্রিসী কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুল হক, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানা অফিসার ইনচার্য (ওসি) আরিফুর রহমার, জেলা পরিষদ সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন কবি আবদুল হাই ইদ্রিছী । তিনি কর্মের স্বীকৃতিস্বরুপ ইতিমধ্যে পেয়েছেন বিজ্ঞানী আচার্য স্যার জগদীস চন্দ্র বসু স্মৃতি সম্মাননা-২০১৫, কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৫, বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সম্মাননা-২০১৬, শিরোনাম গুণিজন সংবর্ধনা ২০১৬, তরুণ লেখক সংবর্ধনা-২০১৫, শব্দকলা সাহিত্য পদক ২০১৯।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad