স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে শোক দিবস উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যেগে মঙ্গল চন্ডি নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার (১৫ আগস্ট)।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন , ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান , সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু , সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া প্রমূখ।
উমরপুর আব্দু মিয়া কলেজে শোক দিবস পালন :: ওসমানীনগর উপজেলার উমরপুর আব্দু মিয়া কলেজে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন ,বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক ভু-খন্ডের সৃষ্টি হতোনা। কিন্তু কূ-চক্রি মহল দেশের ইতিহাস পাল্টে দেওয়ার নানা পায়তারা করছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। এবং নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানাতে হবে, এবং তাদেরকেও জেনে নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন , কলেজের অধ্যক্ষ মাহমদ মিয়া , কলেজ পরিচালনা কমিটির সদস্য ইলিয়াস হোসেন লেফাস , সেলিমুর রহমান , প্রভাষক কয়েছ উদ্দিন আহমদ , শিপানুর প্রমূখ।
উমরপুর ইউনিয়ন কমপ্লেক্সে শোক দিবস পালন : ওসমানীনগর উপজেলার ১ নং উমরপুর ইউনিয়ন কমপ্লেক্স জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া , সচিব মারুতি নন্দন দাম , মাওলানা শিহাব উদ্দিন , ইউপি সদস্য মাসুদ আলী , আব্দুল খালিক , রুনা আক্তার চৌধুরী , যুবলীগ নেতা মুকিদ মিয়া , সাবলু প্রমূখ।
Posted ৫:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad