সিলেটের ওসমানীনগর উপজেলার ”দয়ামীর ইউনিয়ন সমাজ কল্যান সংস্থা ইউকে’র” উদ্যেগে পবত্রি ঈদুল আযহা উপলক্ষে স্থানীয় দুস্থ অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় রবিবার (১১ আগস্ট)।
দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজার , কুরুয়া উত্তরপাড়া, দয়ামীর , কাউয়ারাই , খাপন গ্রামের অসহায় দরিদ্রদের মধ্যে চাল ,পেয়াজ ,তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত অতিথিবৃন্দ বলেন , সুদুর যুক্তরাজ্যে বসবাস করে প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে স্থানীয় দুস্থ অসহায়দের প্রতি যে সাহায্যের হাত প্রসারিত করেছেন তাতে তাদের কষ্ট অনেক লাঘব হবে। এভাবে দরিদ্রদের প্রতি সকলের সাহায্যের হাত প্রসারিত করলে দরিদ্র বিমোচন সম্ভব ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন , সমাজ কল্যান সংস্থার সদস্য হিরন মিয়া , হাজী মাওলানা আবু বক্কর , নাজমুল ইসলাম , দিলাল আহমদ , আমিনুর রহমান , জামিল আহমদ , তাজুল ইসলাম বাবলু , পাবেল আহমদ , সুন্দর আলী, মাওলানা মাহফুজ আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন , আফছর আহমদ , দুলাল আহমদ , সুন্দর আলী প্রমূখ।
Posted ৫:২১ অপরাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad