কে,এ,রাহাত, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নব-প্রতিষ্টিত নারী শিক্ষার একমাত্র বাতিঘর ইমরান আহমদ বালিকা বিদ্যালয় এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে শুভ যাত্রা শুরু করলো।
এবারের এসএসসি পরীক্ষায় গোয়াইনঘাটের নারী শিক্ষার একমাত্র বাতিঘর ইমরান আহমদ বালিকা থেকে ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ২৭ জন শিক্ষার্থীদের মধ্যে ১ জন শিক্ষার্থী জিপিএ পয়েন্ট -৫ পেয়েছে। বাকিদের মধ্যে ১২ জন শিক্ষার্থী জিপিএ পয়েন্ট এ পেয়েছেন এবং অন্যান্য শিক্ষার্থীরা বিভিন্ন গ্রেডে শতভাগ সফলতা অর্জন করেছেন।
বিদ্যালয়টির শিক্ষার্থীরা প্রথম বারের মতো এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ সফলতা অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দদের অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় কমিটির সদস্য ও গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান উদ্দিন বিদ্যালয়ের প্রতিষ্টতা ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত প্রচেষ্টায় গোয়াইনঘাটে নারী শিক্ষার একমাত্র বাতিঘর ইমরান আহমদ বালিকা বিদ্যালয় প্রতিষ্টা লাভ করেছে। মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা শতভাগ সফলতা অর্জন করেছেন বলে তিনি জানান।