বিজয় রায়, ছাতক প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত জার্মানী রাষ্ট্রদূত পিটার ফারেন হোল্টজ বলেছেন, বাংলাদেশ একটি অসাধারণ সম্ভাবনাময় দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় দেশটি দক্ষিণ এশিয়ার মধ্যে খুব শীগ্রই উন্নতির শিখরে পৌঁছবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ছাতকের সালেহা খাতুন কুরশি উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় ২৭নভেম্বর বুধবার বিকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে দেয়া এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরুজ আলী মুজাহিদের সভাপতিত্বে ও দক্ষিণ কুরশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে জার্মানী সহযোগিতা করে যাচ্ছে। সামাজিক রাজনৈতিক, অর্থনৈতিক সবক্ষেত্রে ইউরোপের এই দেশটি বাংলাদেশের অগ্রযাত্রার ভূমিকা রাখছে।
সভায় সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, গয়াছ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদুর রহমান প্রমুখ।
Posted ১০:৫১ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad