বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের ছাত্রবাসে গনধর্ষনের ঘটনায় জড়িত সাইফুর রহমান(২৮)কে ছাতক থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার ভোরে সুরমা নদীর উত্তর পাড় শহরের নোয়ারাই খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুর রহমান সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দাই পাড়া গ্রামের মোহাম্মদ তাহিদ মিয়ার পুত্র।
রোববার দুপুরে তাকে সিলেট মেট্রোপলিটন শাহপরান থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম ও এসআই মোহাম্মদ আলী অভিযান চালিয়ে নোয়ারাই খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। ধারনা করা হচ্ছে নোয়ারাই হয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ধর্ষক সাইফুর রহমানের।
শুক্রবার রাতে এমসি কলেজ ছাত্রবাসে স্বামীকে বেঁধে রেখে ৬ জন লম্পট পালাক্রমে ধর্ষন করে নববধূকে। এ ঘটনায় তার স্বামী শাহপরান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক মামলা(নং-২১) দায়ের করেন। এ ব্যাপারে সুনামগঞ্জের সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন ও ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়ারাই খেয়াঘাট থেকে সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাাসাবাদে সে ধর্ষনের কথা স্বীকার করেছে। দুপুরে তাকে সিলেট মেট্রোপলিটন শাহপরান থানার অফিসার ইনচার্জ কাইয়ুম চৌধুরীর কাছে হস্থান্তর করা হয়েছে।
Posted ৮:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad