পি সি দাশ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের শাল্লায় একটি মানববন্ধন হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা সদরে ব্র্যাক অফিসের সামনে পল্লী সমাজের আয়োজনে এলাকার সকল পেশার নারী পুরুষ এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
উক্ত মানববন্ধনে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। তারা বলেন এমন বিচার করা হোন যাতে তাদের বিচার দেখার পর আর কোন নরপশুরা এমন জঘন্যতম অপরাধ করতে সাহস না পায়।
গত শুক্রবার বিকালে প্রাইভেটকারে দক্ষিণ সুরমার এক নবদম্পতি এমসি কলেজে বেড়াতে যান। বিকেলে এমসি কলেজের ছাত্রলীগের ছয়জন নেতাকর্মী স্বামী-স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে প্রথমে মারধর করে। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে।
এঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। অভিযুক্তরা সকলেই ছাত্রলীগের কর্মী বলে জানা যায়। ধর্ষণ মামলার আসামিরা হলো, ১. সাইফুল ২.রবিউল ৩.তারেক ৪.রনি ৫.অর্জন ৬.মাহফুজ।নিউজ লেখা পর্যন্ত ধর্ষণ মামলায় এনিয়ে চারজন আসামি গ্রেফতার হয়েছে ।