কে,এ,রাহাত, গোয়াইনঘাট: সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজে এক লিভার নিয়ে জন্মনেয়া জোড়া লাগা দুই কন্যা শিশু (হান্নানা ও রুহামা) গতকাল রাজধানীর বঙবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ( পিজি হাতপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর গ্রামের হাফেজ মামুনুর রশিদ ও ফাতেমা দম্পতির ঘরে গত ২৬ জানুয়ারি দুপুরে সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।
তাদেরকে রাখা হয় হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ইনকিউভেটরে। দু’টির শরীরে বিভিন্নরকম পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তারা দেখেন তাদের একটি লিভার। অন্যান্য সকল অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক। সেগুলো আলাদাও রয়েছে।
সপ্তাহব্যাপী জোড়া শিশুর চিকিৎসা দিয়ে আলাদা করা সম্ভব না হওয়ায় পরে শিশুকে সার্জারির জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল জোড়া শিশু (হান্নানা ও রুহামা)র মৃত্যু হয়। বিষটি নিশ্চিত করেন জোড়া শিশুর বাবা মামুনুর রশিদ।