আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ): গত ৫ সেপ্টেম্বর হতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)এর ব্যবস্থাপনায় চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এবং সম্প্রতি বণ্যা পরবর্তী পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলার নদী-নালা ও হাওর-বাওড় বেষ্টিত সীমান্তবর্তী এলাকার দরিদ্র সীমার নীচে বসবাসকারী জনসাধারণের জীবন মান উন্নয়নের লক্ষে বর্ডার গার্ড বাংলদেশ এর ”আলোকিত সীমান্ত” প্রকল্পের আওতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন দু:স্থ,অসহায়, গরীব ও হতদরিদ্র জন সাধারণের মধ্যে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা সহ তাদের দায়িত্ব পূর্ণ সীমান্ত বর্তী এলাকায় সবর্ মোট ৩ হাজার ৮’শ ৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী (চাল,আটা,ডাল,তৈল এবং লবন) বিতরণ সম্পন্ন করেন।
গত ৫সেপ্টেম্বর হতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এসব ত্রান সামগ্রী সীমান্ত বর্তী দু:স্থ, অসহায়, গরীব ও হতদরিদ্র জন সাধারণের মধ্য থেকে বিজিবি কোম্পানী কমান্ডার ও স্থানীয় জন প্রতিনিধি দের মাধ্যমে যাচাই-বাছাই করে তাদেরকে স্বাবলম্বী করার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর ব্যবস্থাপনায় সেলাই মেশিন, ভ্যানগাড়ী, গবাদিপশু (গরুও ছাগল), কৃষি কাজের জন্য বীজ ও সার,ক্ষুদ্র চা দোকান ও দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী (চা-পাতা,দুধ,চিনি, বিস্কুট ইত্যাদি) এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধিনায়ক লে,কর্ণেল মো: মাকসুদুল আলম বলেন,সীমান্তবর্তী অসহায় গরীব দু:স্থ ও হতদরিদ্র জনসাধারণকে সারা বছর ব্যাপী এভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করার জন্য সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি এর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Posted ১১:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad