শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জে ভাষা সৈনিক মোহাম্মদ ইলিয়াস এম. পি ও কমরেড মফিজ আলীকে মরণোত্তর সম্মাননা প্রদান করে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ।
এদিন সকাল এগারোটায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ( ভূমি ) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমানের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন মোহাম্মদ ইলিয়াস এম. পি র ভাগ্নে সাংবাদিক শাব্বির এলাহী ও কমরেড মফিজ আলীর পুত্র সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতে দুই ভাষা সৈনিকের জীবনী পাঠ করেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও শাহীন আহমেদ ।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad