আজমিরীগঞ্জ থানা সংলগ্ন এলাকায় চুরের উপদ্রবে অতিষ্ট হয়ে উঠেছে গ্রামবাসি। প্রতিদিন রাতে চুরের দল বিভিন্ন বাড়িতে হানা দিয়ে সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার থানা সংলগ্ন শরীফনগর, আজিমনগর, লম্বাহাঠি, মুন্সিহাঠি এ গ্রামগুলিতে গত কয়েক মাস পূর্ব থেকে চুরের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন রাতে চুরের দল কৌশলে ঘরে প্রবেশ সর্বত্র চুরি করে নিয়ে যাচ্ছে।
কিছুদিন পূর্বে শরীফনগর গ্রামের শালিক মিয়ার বাড়ি থেকে নগদ টাকা, জালাল হোসেনের গোয়ালঘর থেকে গাভি, আজিমনগর লম্বাহাঠি গ্রামের রাজমোহনের বাড়ি থেকে দুইটি মোবাইল ফোন, মুন্সিহাঠি গ্রামের আবুল মিয়ার বাড়িতে ঘুমন্ত অবস্থায় তার বোনের কান থেকে স্বর্না অলংকার টেনে নিয়ে যায়। এছাড়া অসংখ্যা মহিলার নাক-কান থেকে বিপদজনকভাবে স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে যায়। এতে অনেকে রক্তাত্ব হয়ে আহত হয়েছেন।
গত শনিবার গভীর রাতে শরীফনগর গ্রামের টুইরা মিয়ার ঘর চুরের দল হানা দেয়। এ সময় লোকজন চুরের উপস্থিতি আচঁ করতে পেরে শুরচিৎকার দিলে চুরের দল পালিয়ে যায়। এসব গ্রামে এখন চুুুরির আতঙ্ক বিরাজ করছে ৷