বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে হাইস্কুলের ১৯৮ শতক জায়গা দখলের পায়তারা: থানায় অভিযোগ

আজমিরীগঞ্জ প্রতিনিধি:-   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯     296 ভিউ
আজমিরীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে হাইস্কুলের ১৯৮ শতক জায়গা দখলের পায়তারা: থানায় অভিযোগ
আজমিরীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে রশীদ বকস্ জুনিয়র হাইস্কুলের ১৯৮ শতক জায়গা দখলের পায়তারা করছে এলাকার দূর্বৃত্তদল। এ ব্যাপারে জড়িত ৮ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে, একই এলাকার বাসিন্দা ভূমির মালিক মোঃ আমিনুল ইসলাম।
অভিযোগে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর গ্রামের বাসিন্দা মৃত- জামাল মিয়ার পুত্র মোঃ আমিনুল ইসলাম একই এলাকার ফিস ইন্ডাস্ট্রি সংলগ্ন ১২০৫/১৯৩২, ৩১৭/৩০ ইং, ১৪৮৩/৩০আজিম ইং, দলিল মূলে ১ দশমিক ৯৮ শতক ভূমির মালিক।বিগত সেটেলমেন্ট জড়িপ চলাকালীন সময়ে বিগত এস,এ রেকর্ডে মন্হব্যের কলামে এজমালী মন্হব্য করায় তৎকালীন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ উদ্দিন, আফাই মিয়া নিজ নামে জালিয়াতির মাধ্যমে রেকর্ড করে নেন।এ ছাড়া ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বশ করে নগদ অর্থের বিনিময়ে নামজারী হাসিল করেন।বিষয়টি অবগত হয়ে ভূমির মালিক আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) আজমিরীগঞ্জ বরাবরে রেকর্ড সংশোধনের জন্য আবেদন করেন।বিষয়টি সুষ্ট সমাধানের লক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়।পরবর্তীতে সিলেট বিভাগীয় কমিশনার ( রাজস্ব) বরাবরে মামলা দায়ের করিলে, এটি পর্যালোচনাক্রমে এস,এ রেকর্ড বহাল করিয়া হাফিজ উদ্দিন, আফাই মিয়ার নামে নামজারী বাতিল ঘোষনা করিয়া  সহকারী কমিশনার (ভূমি) অাজমিরীগঞ্জ মহোদয় সাবেক রেকর্ড বহাল করার নির্দেশ প্রদান করিলে, আজমিরীগঞ্জ ভূমি অফিস সাবেক রেকর্ড সংশোধন করিয়া ভলিয়মভূক্ত করতঃ সংশোধন করেন।পরবর্তীতে ভূমির মালিক মোঃ আমিনুল ইসলাম উল্লেখিত জায়গা দখল করিয়া বাঁশের বেড়া দিয়া রশীদ বকস্ জুনিয়র হাইস্কুল প্রতিষ্টার জন্য একটি সাইনবোর্ড টানিয়ে দেন।
এদিকে গত রবিবার সকাল অনুমানিক ১১ টায় রশীদ বকস্ জুনিয়র হাইস্কুল প্রতিষ্টার ১৯৮ শতক জায়গা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে একদল দূর্বৃত্ত বাঁশের বেড়া ও স্কুলের নামের সাইনবোর্ড ভেঙ্গে ফেলে।ওই সময় একই এলাকার আজিমনগর গ্রামের বাসিন্দা মৃত- আব্দুল খালেকের পুত্র মোঃ লিটন মিয়া প্রতিবাদ করিলে তাকেও মারধোর করে দূর্বৃত্তদল। পর আশপাশের আরও লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা দৌঁড়ে পালিয়ে যায়।পরবর্তীতে দূর্বৃত্তদল আরও শক্তি বৃদ্ধি করিয়া উক্ত জায়গা দখল করার পায়তারা করতে পারে, এমন আশংখায় আইন শৃঙ্খলা পরিস্হিতি অবনতি হতে পারে।তাই প্রতিকার চেয়ে ভূমির মালিক মোঃ আমিনুল ইসলাম বাদি হয়ে ৮ জনকে আসামি করে গত  রবিবার আজমিরীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। আসামিরা হল, আজমিরীগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামের আঃ রহমানের পুত্র মমিনুর রহমান, সজিব (৪০) মদরিছ মিয়ার পুত্র মোশারফ হোসেন (৩৫)মৃত- ফিরোজ মিয়ার পুত্র রায়হান মিয়া (৩০) নগর গ্রামের মৃত- আবু মিয়ার পুত্র কবির মিয়া(৪২),মৃত- ইদ্রিছ মিয়ার পুত্র আলমাছ মিয়া(৪৮) শুক্রীবাড়ী গ্রামের মৃত- কামাল মিয়ার পুত্র শ্যামল মিয়া (৩৫) ফতেপুর গ্রামের মৃত- রায়হান মিয়ার পুত্র মন্টু মিয়া (৩৫) মৃত- ইউসুফ আলীর পুত্র হোসেন মিয়া (৪০)।
Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(531 ভিউ)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com