এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ নুর উদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছ পুলিশ ৷
পুলিশ সুত্রে জানা যায় ছাতক উপজেলার শেওতের পাড়া গ্রামের মৃত মোহাম্মদ হোসেন মিয়ার পুত্র নুর উদ্দিন আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আন্দার বাড়ির টেনু মিযার মেয়ে বিয়ে করার সুবাদে শিবপাশাতেই বসবাস করে আসছে ৷ সেই সুবাদে নুর উদ্দিন শিবপাশা সহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে ৷
সোমবার ৩০ শে মার্চ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনটে নুর উদ্দিন গাঁজা সহ বানিয়াচুঙ্গ থেকে সি এন জি যোগে শিবপাশার উদ্দেশে রওনা হয় ৷ শিবপাশা পুলিশ ফাঁড়ির সামনে আসলে ফাঁড়ির সামনে থাকা এস আই আমিনুলের সন্দেহ হলে সি এন জি তল্লাসি করে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ নুর উদ্দিন (৩৫) কে আটক করে ৷
এ ব্যপারে শিবপাশা ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলী এরশাদ জানান সি এন জি শিবপাশা পুলিশ ফাড়ির সামনে আসলে কর্তব্যরত উপ পরিদর্শক আমিনুলের সন্দেহ হলে উক্ত সি এন জি তল্লাসি করে উল্লেখিত মাদক সহ নুর উদ্দিনকে আটক করা হয় ৷
এ ব্যপারে পুলিশ পরিদর্শক আলী এরশাদ বাদী হয়ে নুর উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে দায়ের করেন৷