আজ সন্ধ্যায় আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজান পাড়ায় হবিগঞ্জ সদর থানার এসআই শাহিদ মিয়াকে প্রায় ১ ঘন্টা জিম্মি করে রাখে ইমতিয়াজ বাহিনী। পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘঠনাস্হল থেকে ২ জনকে আটকসহ এসআই শাহিদ মিয়াকে উদ্ধার করে আজমিরিগঞ্জ থানায় নিয়ে আসে।
এসআই শাহিদ মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ রাজনগর এলাকার আব্দুল কাইয়ুম এর বাড়ী থেকে রাত আনুমানিক ৩টায় একটি বাছুরসহ গরু চুরি করে নিয়ে যায়। এর প্রেক্ষিতে চুরি হওয়া গরু বহন করা গাড়ীটি ড্রাইভারসহ আটক করে পুলিশ। গাড়ীর ড্রাইভারকে গরু বিষয়ে জিগ্যেস করলে, আজমিরীগঞ্জ বিরাট উজান পাড়ায় গরু আছে বলে জানায়, তার কথা মতে এসআই শাহিদ বিরাট উজান পাড়ায় চলে আসে চুরি হওয়া গরু উদ্ধারে। ড্রাইভার কথামতো গরুর খোজও মিলে। কিন্তু বাধসাদে বিরাট উজান পাড়ার আসু মিয়ার ছেলে ইমতিয়াজ(৩৫)ও তার বাহিনী। গ্রেফতার এড়াতে উল্টো হামলা করে বসে সদর থানার এসআই শাহিদ মিয়া তার সঙ্গীদের উপর এবং ঘেরাও করে রাখে প্রায় ১ ঘন্টা।
পরে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘঠনাস্হল থেকে এসআই শাহিদ মিয়াকে উদ্ধার করে এবং পুলিশের উপর হামলাকারী ইনতাজের বোন জামাই বজলু মিয়া ও আব্দুল হাসিম ২ জনকে আটক করে নিয়ে আসে। পরে স্হায়ীদের সহয়তায় গরুসহ বাছুর উদ্ধার করা হয়।
Posted ১১:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad