এনামুল হক মিল্লাদ, আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সামাজিক দুরত্ব ও কোয়ারেন্টা্ন নিশ্চিত করতে হবিগ়ঞ্জ জেলার অন্যান্য উপজেলার মতো আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাইকিং ও টহল দিয়েছে বাংলাদেশ সেনা বাহিনী ও পুলিশ ৷
রবিবার সকাল থেকে আজমিরীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ মতিউর রহমান খাঁনের নেতৃত্বে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মোঃ আদনান ইসলাম ও আজমিরীগ়ঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার সহকারে একদল সেনাবাহিনী ও একদল পুলিশ আজমিরীগঞ্জ উপজেলার সদর বাজার, ছৌলরী বাজার, কাকাইলছেও বাজার, জলসুখা বাজার, নোয়াগড় বাজার সহ বিভিন্ন এলাকায় টহল দেয় ৷
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে অযথা বাহিরে ঘোরাঘুরি না করা, সামাজিক দুরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন মেনে চলা সহ বিভিন্ন নির্দেশনামুলক মাইকিং করেন ৷
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মতিউর রহমান খাঁন বলেন, সামাজিক দুরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে এক দল সেনাবাহিনী ও পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতা মুলক টহল ও মাইকিং করছে ৷