আজমিরীগঞ্জ প্রতিনিধি:
আজমিরীগঞ্জে সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ৷ ঘটনার বিবরনে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নার্সারীর ভিতরে লাগানো ১টি সরকারি শিল কড়ই জাতের গাছ যার বাজার মুল্য আনুমানিক কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ৷ ঐ গাছটি কয়েক জন শ্রমিক কর্তন শুরু করেন ৷ খবর পেয়ে সরজমিনে গিয়ে দেখা যায় গাছটি কর্তন প্রায় শেষ ৷এ বিষয়ে শ্রমিকদের প্রশ্ন করা হলে শ্রমিকরা জানান, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম আমাদের গাছটি কাটতে বলেছেন , এর বেশী আমরা কিছু জানিনা ৷ গাছটি কর্তন শেষে স্হানীয় বাজারে এক স মিলে গাছটি পাঠানো হয়েছেে বলে একটি সুত্র জানায় ৷
এবিষয়ে তরিকুল ইসলামের সাথে কথা বলতে উনার মুটোফোনে যোগাযোগ করা হলে উনার মুটোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায় ৷
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খন্দকার জানান, ‘এবিষয়ে আমার কিছু জানা নেই,বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি৷’