এনামুল হক মিল্লাদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ইউনিয়ন বাজার সংলগ্ন ছাতল মাঠে বাউল আব্দুর রহমান লোক উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে সারারাত এ উৎসব অনুষ্ঠিত হয়।
একুশে পদকপ্রাপ্ত শিল্পী বাউল সম্রাট প্রয়াত শাহ আব্দুল করিমের প্রধান শিষ্য জলসূখা গ্রামের কৃতিসন্তান বাউল আব্দুর রহমানের নামে প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিত এ উৎসবে হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেননি।
বাউল আব্দুর রহমানের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পুত্র বাউল শাহ নুর জালাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বাউল কল্যাণ পরিষদের সভাপতি সামছুল আলম সেলিম, হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত কণ্ঠশিল্পী ও নাট্যশিল্পী একে আজাদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন, জলসূখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশেন দাস প্রমূখ।
উৎসবে লেখক ও গবেষক পার্থ পাভেল রচিত “আব্দুর রহমান : জীবন ও গান” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। উৎসবে হবিগঞ্জের কৃতিসন্তান বাউলা আশিক, বাউল আব্দুর রহমানের প্রধান শিষ্য বাউল রুবেল সরকারসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীবৃন্দ রাতভর গান পরিবেশন করে হাজার হাজার দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন।