আজমিরীগন্জে পৃথক দুটি ইউনিয়নে ১২ ঘন্টার ব্যবধানে ২ জন আত্মহত্যা করেছে৷ ঘটনার বিবরনে জানা যায়, বুুধবার রাত আনুমানিক ১টায় ২নং বদল পুর ইউনিয়নে হরিপুর গ্রামে হরিভক্ত দাস(৬০) নামে এক বৃদ্ধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন ৷ স্হানীয়দের মতে, হরিভক্ত দাস অভাবের তাড়নায় আত্মহত্যা করেন৷ হরিভক্ত দাস ২ ছেলে ও ২ মেয়ের পিতা ছিলেন ৷ পরে স্হানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্হলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে৷
অপরদিকে বৃহঃপতিবার দুপুর আনুমানিক ২ টার দিকে আজমিরীগন্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের জগৎ পুর গ্রামের বাসিন্দা ধীরেন্দ্র সুত্রধরের ছোট ছেলে উদয় সুত্রধর (১৪) পিতার বকুনীতে অভিমান করে তার বসত ঘরের টিনের দোঁচালায় গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে, বিষয়টি পরিবারের লোকজন আঁচ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্হা অবনতির দিকে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগন্জ সদর হাসপাতালে প্রেরন করেন৷ সেখানে পৌছোলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন৷
উদয় আজমিরীগঞ্জ এবিসি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলো ৷