এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জে পুত্রের লাঠি আঘাতে নাজিম উদ্দিন নামে এক হতভাগা পিতা আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার জলসুখা ইউনিয়নের উত্তরপাড়া শংখ মহল গ্রামের নাজিম উদ্দিন (৫২) সাথে তার পুত্র তোফাজ্জল (২৮) এর পারিবারিক বিষয় নিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের তর্কবিতর্ক বাধেঁ এরই জের ধরে শুক্রবার বিকালে জলসুখা বাজারে নাজিম উদ্দিনকে পেয়ে কুলাঙ্গার পুত্র তোফাজ্জল অধিক উত্তেজিত হয়ে তাকে অকত্য ভাষায় গালি গালাজ করতে থাকে নিরুপায় হয়ে নাজিম উদ্দিন বাড়িতে ফিরে যাবার সময় জলসুখা ইউনিয়ন পরিষদ সংলগ্ন যাবার পর হঠাৎ করে লাঠি দ্বারা আঘাত করে গুরুতর আহত করে।
আহত নাজিম উদ্দিন বলেন, তোফাজ্জলের সন্তানকে মারপিট করার সময় আমি বাধাঁ দিলে সে আমাকেও মারপিট করে।
Posted ৮:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad