হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানকে জাতীয় পতাকা উপহার দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে আজমিরীগঞ্জ উপজেলা হলরুমে প্রতিষ্টান প্রধানদের নিকট সঠিক মাপের জাতীয় পতাকা হস্থান্তর করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ নাঈমা খন্দকার। এসময় উপজেলার ৯০ টি প্রতিষ্টানকে জাতীয় পতাকা বিতরণ করা হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা নাইমা খন্দকার তাঁর বক্তব্যে, পতাকা বাঁশ দিয়ে না টানিয়ে বেদী তৈরী করে ১০ ফুট উচ্চতার এসএস পাইপ দিয়ে টানানোর নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর উদ্যোগে জেলার ৯ টি উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক মাপের জাতীয় পতাকা বিতরণ উৎসব আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসাবে আজমিরীগঞ্জ উপজেলায় পতাকা উৎসব পালিত হলো।
Posted ৩:০৪ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad