এনামুল হক মিল্লাদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে সরকারী জমির রাস্তা নিয়ে সংঘর্ষে গোলাম রাব্বানী (৪৫) নামে এক শাররিক প্রতিবন্ধি আহত হয়েছে ৷
ঘঠনার বিবরনে স্হানীয় সুত্রে জানা যায় সোমবার সকাল আনুমানিক ৮ টায় আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজরপুর আযান হাটীর বাসিন্দা শিবির নেতা ফজলুল হকের পুত্র তাকবীর হোসেন (৩০) গ্রামের অদুরে সরকারী রাস্তা কেটে দেয়া নিয়ে একই গ্রামের গোলাম রব্বানী (৪৫) তাকবীর হোসেন (৫৫),জামাল হোসেন (৩২) দের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্র সস্র সহ সংঘর্ষে জড়িয়ে পরে৷
উক্ত সংঘর্ষে শাররিক প্রতিবন্ধি গোলাম রব্বানী,কবির মিয়া (১৮)তাকবীর (৫৫) মিয়া সহ ৩ জন আহত হয় ৷পরে স্হানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার উপ পরিদর্শক জয়ন্ত তালুকদার জানান আমরা এ বিষয়টি শুনেছি অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্হা গ্রহন করবো ৷