আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সি এন জি ষ্ট্যান্ড এর আধিপত্ত বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫ (পনের) জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ৭ (সাত) টার দিকে এই ঘটনাটি ঘটে।
জানাযায়, বৃহস্পতিবার সকালে ইমান আলীর লোকজন জলসুখা সি এন জি ষ্ট্যান্ড এ মন্নাফ মেম্বারের লোকজনের সাথে আধিপত্য বিস্তার নিয়ে তর্কে জড়িয়ে পড়লে এরই জের ধরে সকাল ৮ (আট) ঘটিকার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অ¯্র-শ¯্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এএসআই জয়ন্ত কুমার তালুকদার একটি টিম নিয়ে সংঘর্ষ থামাতে গেলে এএসআই জয়ন্ত তালুকদার, কনস্টেবল রাসেল, কনস্টেবল নবী হোসেনসহ উল্লেখিত দুই গ্রুপের শতাধিক লোক আহত হয়।
পরে পুলিশ ৪৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
আহতরা হলেন নাসির মিয়া(২৫), আলমগীর(২২), আকরব মিয়া(২৫), রিংকু (২৫), জুয়েল(৩০), একলিমুল(৩২), বাদশারুল(২৮), তাজুল (৩২), আজিজুল(৩০), সুজল(২২), সহিদুর(২৬), সালাউদ্দিন(৩৫), আবির হোসেন(২১), হাফিজুর(২৩), হোসেন(৩৫), সুহেল(২৫), উজ্জল(৩০), সেন্টু(২৫), মন্নান(৩৫), সাজিদুর(২৪), হাসিমউল্লা(২৬), সেলুমিয়া(২৭), হারিছ মিয়া(২৬), ছুটন(২৫), আনোয়ার(২৯), আশরাফুল(২৭), জিয়াউর(২৮), আমির উদ্দিন(২১), আজমল(২৩), নাহিদ(২২), সহিদুল(২৫), শিবলু(২৬), জাহাঙ্গির(৩২), আলী আজগর(২৫), শরিফুল্লাহ(২৮), মধু মিয়া(৩২), দুুদু মিয়া(৩৩) প্রমুখ।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসনে তরফদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ ৪৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের ৩(তিন) সদস্য আহত হয়।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এছাড়া পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
Posted ৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad