এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জের কাকাইলছেও বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্টানকে নগদ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷গতকাল বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট নাঈমা খন্দকারের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ৷
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মেয়াদর্ত্তীন ঔষধ রাখার দায়ে সৌরভ ফার্মেসীকে দুই হাজার পাঁচশত টাকা, মেয়াদর্ত্তীন ভোগ্য সামগ্রী রাখা এবং মুল্য তালিকা না থাকায় মনোজ রায়ের মুদি দোকানকে তিন হাজার টাকা, মুল্য তালিকা না থাকায় পলাশ দাসের মুদি দোকানকে একহাজার পাঁচশত টাকা নগদ জরিমানা সহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয় ৷
ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্হিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক আমজাদ হোসেন ৷ অভিযান পরিচালনা কালে এস আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানার একটি টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন ৷