মখলিছ মিয়া,বানিয়াচং থেকে : আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানিয়াচংয়ের এস এম জিয়াউর রহমান (২০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সে বানিয়াচং উপজেলা সদরের মাতাপুর গ্রামের এস এম আমির উদ্দিনের পুত্র।
পরিবার সূত্রে জানাযায় ২৫ নভেম্বর সোমবার দুপুরে আখাউরার একটি বাড়ীতে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুতের তারের সাথে জিয়াউরের শরীর জড়িয়ে ঘটনা স্থলেই সে মারা যায়। সোমবার রাত সাড়ে ৭টায় মাতাপুর জামে মসজিদের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সন্ধ্যায় জিয়াউরের লাশ বাড়িতে পৌছলে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জিয়াউরের এমন অকাল মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছেন না।
Posted ২:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad