আলী হোসেন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, উন্নতবিশ্বের ন্যায় আইটিশিল্পই হবে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। সেই বিষয়টি বিবেচনা করে ও গুরুত্ব দিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। একই সাথে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের আওতায় সিলেটের তরুণ-তরুণীদের আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে।
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সিলেটসহ দেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে একটি করে হাই-টেক পার্ক প্রতিষ্ঠা করা হবে। এরই আওতায় সিলেটে হাই-টেক পার্ক নির্মাণ কাজ চলছে। এটি এখন স্বপ্ন নয়, বাস্তবতা। শেখ হাসিনার নেতৃত্বে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ তত্বাবধানে সিলেটসহ দেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে একটি করে হাই-টেক পার্ক প্রতিষ্ঠা করা হবে।
এরই আওতায় সিলেটের পার্কের কাজ চলমান। দেশের প্রায় ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এসব হাই-টেক পার্কে। সারাদেশে ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। এখানে ৬৪ হাজার কর্মসংস্থান তৈরি হবে।
মঙ্গলবার সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে ‘প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সুযোগ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, শাবিপ্রবি’র উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, বাংলাদেশ হাই-টেক পার্কের পরিচালক (যুগ্মসচিব) এ.এন.এম. সফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) মোস্তফা কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক সিলেট’র প্রকল্প পরিচালক ব্যরিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
উপস্থিত ছিলেন বেসিসর সভাপতি সৈয়দ আলমাস কবির, ক্যাব’র সভাপতি শমী কায়সার, বিসিএসর সভাপতি শাহিদুল ইসলাম মুনির, আইএসপিএবি’র সভাপতি এম.এ হাকিম, বাক্কো’র সাধারণ সম্পাদক তৌহিদ হোসাইন।
আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অ্যাড. আজমল আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছির, উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, ওসি সজল কুমার কানু, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যার শামিম আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ উদ্দিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, দক্ষিন রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান রোকন, উপজেলা যুবলীগের আহবায়ক আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, সদস্য সুহেল আহমদ সুহাম, জুয়েল আহমদ, এম সুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম উদ্দিন, উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কুদ্দুছ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।
Posted ৯:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad