মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

অস্ত্র রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই জেলে!

শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯     198 ভিউ
অস্ত্র রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই জেলে!

জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথে অস্ত্র রেখে রেজাউল ইসলাম রাজু (৩১) নামের এক যুবককে ফাঁসাতে গিয়ে এক মহুরীসহ তিনজন এখন জেলহাজতে রয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাদের তিনজনকে জেলহাজতে পাঠায় বিশ্বনাথ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত তিনজন হচ্ছেন, রামপাশার কোনাপাড়া গ্রামের মহুরী আলী হায়দার (৩৮), উপজেলা সদরের পার্শবর্তি রাজনগর গ্রামের মৃত আত্তর আলীর ছেলে আব্দুল কাদির (৪০) ও বিশ্বনাথ নতুনবাজারের বাসিন্দা আসু মিয়ার ছেলে লাইটেস চালক আবুল কালাম (৩০)।
এরআগে গ্রেপ্তার হওয়া ওই তিনজনের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে নওধার মাঝপাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে রেজাউল ইসলাম রাজু (৩১) বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ২১)। মামলায় কাঠালীপাড়ার বাসিন্দা নওধার গ্রামের মানব পাচারকারী রফিকুল ইসলামসহ (৫৫) পাঁচজনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মানব পাচারকারী রফিকুল ইসলামের মাধ্যমে চলতি বছরের মে মাসে লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে ভূ-মধ্যসাগরে নৌকাডুবিতে মারা যান তার ছোট ভাই রেজওয়ানুল ইসলাম খোকন (২৫)। এ ঘটনায় গত ১৬মে মানব পাচারকারী রফিকুল ইসলাম ও তার মেয়ে পিংকিসহ পাঁচনকে কয়েকনকে আসামি করে বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন আইনে একটি মামলা দায়ের করেন রেজাউল ইসলাম রাজু (মামলা নং ৮)। এরপর থেকে মামলা তুলে নিতে তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে দালাল রফিক। এনিয়ে থানায় সাধারণ ডায়েরিও করেন মামলার বাদি রাজু। এছাড়া গত ৫নভেম্বর মানব পাচারকারী রফিকুল ইসলামের হাত থেকে বাঁচতে সিলেটের পুলিশ সুপার বরাবরেও একটি লিখিত অভিযোগ দেন রাজু। অবশেষে সম্প্রতি রেজাউল ইসলাম রাজুকে অস্ত্র রেখে ফাঁসানোর পরিকল্পনা করেন রফিক। এজন্য গ্রেপ্তার হওয়া ওই তিনজনের সঙ্গে ২লাখ টাকায় চুক্তিও করেন তিনি। এ বিষয়টি জানার পর রাজু থানা পুলিশকে অবহিত করলে ওই তিনজনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়।

মানব পাচার মামলার বাদি রেজাউল ইসলাম রাজু বলেন, চুক্তি ভঙ্গ করে মানব পাচারকারী রফিকুল ইসলাম তার ছোটভাই রেজওয়ানুল ইসলাম খোকনকে সাগরে ডুবিয়ে হত্যা করেছেন। আর এজন্য তিনি থানায় মামলা দিলে গত মে মাস থেকে তাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন রফিকের সহযোগীরা। সম্প্রতি তাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর পরিকল্পনার বিষয়টি জেনে তিনি পুলিশের আশ্রয় নিলে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, আসামিরা অস্ত্র মামলায় ফাঁসানোর বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। যে কারণে তাদের তিনজনকে জেলে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com