গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে অসুস্থ শামীমের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির বারকোট গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে সিএনজি (অটোরিকশা) চালক শামীম আহমদ কিডনী রোগে আক্রান্ত হয়ে শয্যাশয়ী তিন মাস থেকে। অর্থের অভাবে বিনা চিকিৎসায় দু’টি কিডনীই এখন অকেজো প্রায়। এ প্রেক্ষিতে “৭০হাজার টাকার জন্য মরতে বসেছেন শামীম” শিরোনামে আর্থিক সহযোগিতা চেয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংবাদটি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। রোগীর চিকিৎসা ব্যয়ে তিনি সহযোগিতার ইচ্ছা ব্যক্ত করেন। রবিবার সন্ধ্যায় শামীম আহমদের বাড়িতে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন ও তার হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন। এসময় তিনি বলেন নিজের সাধ্যমত তার জন্য এটা আমার ক্ষুদ্র প্রয়াস। শামীমের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আমরা সবাই সহায়তার হাত বাড়ালে শামীম আহমদ সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারবেন। পাশাপাশি আর্থিক কারণে অসুস্থ শামীমের ছেলেমেয়েদের লেখাপড়া যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কিডনী রোগে আক্রান্ত শামীম আহমদের স্ত্রী পারভীন বেগম বলেন আমার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বর্তমানে তিনি অসুস্থ হওয়ার পর থেকে চিকিৎসা ব্যয় নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছে। আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা কৃতজ্ঞ।
Posted ১০:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad