মখলিছ মিয়া, বানিয়াচং: প্রাণঘাতি করোনা ভাইরাসের থাবায় মানুষের হাহাকারের অন্ত নেই। সমাজের খেটে খাওয়া মানুষসহ বৃহৎ একটি অংশ করোনার কারনে কর্মহীন হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে এসব মানুষজন চরম এক অনিশ্চিয়তার মধ্যে দিনাতিপাত করছেন। এমনি অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বানিয়াচংয়ের কৃতি সন্তান, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক বাংলাদেশের (৩৩৮২) গভর্নর স্পেশাল এইড সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব রেজাউল মোহিত খান।
তিনিসহ তাঁর পরিবারের পক্ষ থেকে জন্মস্থান বানিয়াচংয়ের ৩শ’ অসহায় আলেম এবং দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করছেন। আলহাজ্ব রেজাউল মোহিত খান উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের সভ্রান্ত এক পরিবারে (খান বাড়ি) জন্ম গ্রহণ করেছেন।
Posted ১০:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad