হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পার্শ্বের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকা থেকে শুরু করে মাধবপুর পর্যন্ত প্রায় অর্ধশতাধিক শিল্প কারখানা রয়েছে। ওই কারখানাগুলোতে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে। এর ফলে শুধুমাত্র স্টার সিরামিকেই ৩৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা গেছে এবং এদের মধ্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তিন জন রোগী ভর্তি হয়েছে ।
হবিগঞ্জ শিল্প এলাকার এই সমস্যা নিরসনে শনিবার (৩১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং একই এলাকার হোটেল-রেস্টুরেন্ট এর মালিকগন অংশ গ্রহন করেন। এসময় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন “ডেঙ্গুর প্রাদুর্ভাব হ্রাস করতে সবাই মিলে উদ্যোগ নিতে হবে। উক্ত শিল্প কারখানাগুলো যেহেতু কোন পৌর এলাকায় নয় সেহেতু সবাইকে নিজেদের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসন প্রয়োজনে অভিযান পরিচালনা করবে। গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কোম্পানী কর্তৃপক্ষকে আলাদাভাবে ব্যবস্থা গ্রহণের করতে হবে। একই সাথে কারখানার ভিতরে স্থানে স্থানে যাতে পানি জমে এডিস মশা বিস্তার লাভ করতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব প্রমুখ।
Posted ৫:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad