মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

’অভিভাবকরা সচেতন হলে পড়ালেখার মান আরো বৃদ্ধি পাবে’ বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশে ইউএনও- মামুন খন্দকার

বুধবার, ১৩ নভেম্বর ২০১৯     293 ভিউ
’অভিভাবকরা সচেতন হলে পড়ালেখার মান আরো বৃদ্ধি পাবে’ বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশে ইউএনও- মামুন খন্দকার

স্টাফ রিপোর্টার ॥ অভিভাবকরা সচেতন হলে  পড়ালেখার মান আরো বৃদ্ধি পাবে, শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন তার মা বাবা, তাদের মাধ্যমেই সন্তান কথা বলা শিখে। পরবর্তীতে পাঠশালায় যায়। শুরুটা ভাল হলে শেষটাও ভাল হবে। আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন,ভবিষ্যতে সেটাই হবে আপনার মূল্যবান সম্পদ।

মঙ্গলবার (১২নভেম্বর) বানিয়াচং এর মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার এ কথাগুলো বলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক এস এম খোকন এর সভাপতিত্বে ও সাংবাদিক মখলিছ মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলায়াত করেন ৫ম শ্রেণীর ছাত্রী নাদিয়া সুলতানা, গীতা পাঠ করেন রিমা সরকার, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুজিত বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আমির হোসেন মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছাইফুল আলম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আফরোজা আক্তার, উর্মি ভট্টাচার্য্য, মুন্না খানম, অভিভাবক কমিটির পক্ষে বক্তব্য রাখেন শামীমা আক্তার খানম প্রমুখ।

উক্ত সমাবেশে সহস্ত্রাধিক অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় প্রধান অতিথি উপজেলা নির্বার্হী অফিসার মোঃ মামুন খন্দকার, বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা শিক্ষা অফিসার ছাইফুল আলম ও সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান করেন সভাপতি এস এম খোকন ও প্রধান শিক্ষক সুজিত বিশ্বাস।

হবিগঞ্জ জেলার শ্রেষ্ট্র ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা সার্ক মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম খোকনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানা স্মারক তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে শ্রেণী ভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com