সাইফ উল্লাহ, জামালগঞ্জ প্রতিনিধি (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দক্ষিণ কামলাবাজ থেকে মান্নান ঘাট বাজার পর্যন্ত সুরমা নদীতে বি.আই ডব্লি্উ. টি এর ইজারা বাতিল ও চাঁদাবাজি বন্ধের দাবীতে হাজারো শ্রমিক ও ব্যবসায়ীরা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার লালপুর বাজার সংলগ্ন জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়কের দুই পাশে হাজারো শ্রমিকের উপস্থিতিতে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিক সর্দার রিয়াজ উদ্দিন, সাফিকুল, হাবিবুর, টিটু, আলীরাজ, আমীর হোসেন, রূপ আলম, ব্যাবসায়ী শফিকুর ইসলাম, কামরুজ্জামান, আশিকুর রহমান, আমিরুল ইসলাম, বিটু তালুকদার, রুবেল পার প্রমুখ।
বক্তারা বলেন, জামালগঞ্জে চলতি সুরমানদীর দুই তীরে বালি পাথর সংগ্রহকারী ব্যবসায়ী ও শ্রমিকরা চাঁদাবাজদের জন্য পথে বসছেন। তারা বি.আই ডব্লি্উ. টি এর নামে ৩ মাসের পরিক্ষামূলক একটি আদেশ নামা দেখিয়ে জামালগঞ্জের ঘাগটিয়া গ্রামের অব্দুস ছালাম তার লোকজন নিয়ে জোরপূর্বক অবৈধ ভাবে চাঁদা হাতিয়ে নিচ্ছে। চাঁদা না দিলে শ্রমিকদের মারধরসহ নানা ভাবে লাঞ্চিত করছে। এতে করে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করতে না পারায় শ্রমিকরাও কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অনাহারে দিন যাপন করছেন।
দ্রুত ইজারা বাতিলসহ চাঁদাবাজি বন্ধ করে শ্রমিকদের কাজের সুবিধা ও ব্যবসায়ীদের ব্যাবসা পরিচালনা করতে সরকারের উর্দ্ধতন কর্তৃ পক্ষের নিকট জোর দাবী জানান।
Posted ১২:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad