মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শহরের এম সাইফুর রহমান সড়কে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।এতে শোকাবহ সমস্ত মৌলভীবাজার।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু ষ্টোরে গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। দোকানের পেছনে বাসায় এ সময় আটকা পরে কয়েকজন।দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনায় ১ শিশুসহ মোট ৫ জন মারা গেছেন বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন। আটকা পরাদের মধ্যে ৫ জনের মৃত দেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন পিংকি সু ষ্টোরের মালিক সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়েত শ্যালকের বউ দিপা রায় (৩৫), দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।
মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হারুন পাশা বলেন, আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি তদন্ত করে দেখবে আগুন লাগার পেছনে কী কারণ থাকতে পারে।
মৌলভীবাজারের সাইফুর রহমান রোডস্থ ‘পিংকি সু স্টোর’ এর অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে মৃতদেহ সৎকারের জন্য ১ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। মৌলভীবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে বিষয়টি নিশ্চিত করেন।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad